Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ফাগুন

মোঃ তাইফুর রহমান

ফাগুন এলে এই যে মনে
আসে অনেক সাজ
তাই ফাগুনের প্রেমে পড়ে
ছন্দ লিখি আজ।

পাখিরাও মহাখুশি
গায় যে তারা গান
প্রকৃতি খুব ভালো লাগে
মহান প্রভুর দান।

ফাগুন এলে এই যে মনে
জাগে খুশির সুর
মনের যত দুঃখ আছে
সব হয়ে যায় দূর।

ফাগুন আমি ভালোবাসি
ছন্দে বলে যাই
চারদিকে রূপের মেলা
দেখতে চোখে পাই।

ফুলের সুবাস নাকে সবার
পাই যে সুখের স্বাদ
ফাগুন এলো চিন্তা সকল
সব হয়ে যায় বাদ।

লেখক : শিক্ষক, মোরেলগঞ্জ, বাগেরহাট।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন