Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জাগো মুসলিম জাগো!!

মোঃ মামুন হোসেন

আর তো কোন নেই ভয়
নেই বিদ্যেস জীবনের,
জীবনটাকে সাথি করে
চলেছি পথে মরণের।।

আছেন খোদা চির সাথি
আছে খোদার শক্তি,
ভয় করি না কোন বাঁধা
হোক না বিভক্তি।।

এই হাতে হাত রেখে
চলেছি যুদ্ধের পথে,
ইসলামের ইতিহাস গড়ে
টিকে রবো যাত্রা রথে।

হবে না কোন অসাম্প্রদায়িকতা
হবে না ঠাই শত্রুদের,
ইসলাম নিয়ে কটুক্তিকারি
পাবে সাজা বিচারের।।

জাগো মুসলিম জাগো!!
অন্যায় আর অনাচারের বিরুদ্ধে,
সব কিছু মুছে ফেলো
অবমাননা আর অত্যাচারের
প্রতি হও উর্ধ্বে।।

আবার জাগো মুসলিম হয়ে
পৃথিবীর বুকে তুফান,
তোমার গলে পড়ে নাও
বিজয়ের সেই সোপান।।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন