বিপন্ন অস্তিত্বের নিবন্ধ

আবদুস সালাম

প্রচ্ছন্ন অক্ষরে লিখি অন্ধকার ভারতের কথা
সহনশীলতা সংকেত পাঠায় পরকালের
দুঃস্বপ্নের ভিতর অবিশ্বাস দাঁত খিঁচোয়
সর্বক্ষণ পাহারা দেয় অসহায়

কলঙ্কের চুম্বন মেখে নিই সহিষ্ণু রোদে
অদ্ভুত বিশ্রামে দুলে ওঠে সত্যের পর্যটন
ভেসে ভেসে আসে আস্ফালন

মেঘেরা দরজা খুলে পালায়
বিপন্নতা সাজিয়ে দেয় কলঙ্কের বাসর
ভয় তাড়া করে
মৃত্যুর উপকন্ঠে অপার্থিব্য কর্তব্য অঙ্গহীন ভারতবর্ষের গান করে
আমরা নেচে উঠি

আমাদের অস্তিত্ব গুলো এভাবেই বিপন্ন হয় প্রতিদিন।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন