শিশিরের মধ্যে কষ্ট ছিল সেগুলো পায়ে লাগছে

গোলাম রসুল

সপ্তাহের শেষ রাত্রি
চাঁদ ডুবে যাচ্ছে আমার মদ খেয়ে অধঃপতনের মতো
শিশিরের মধ্যে কষ্ট ছিল সেগুলো পায়ে লাগছে
আর ঝর্ণার পরিবর্তে রক্ত ঝরছে
যখন আমি আর পাহাড় একাকার হচ্ছিলাম
সেই সময় শহরের গোপন চুক্তিতে ড্রেনের মুখ খোলা আমাদের ভেসে যাওয়ার জন্য
আমার হৃদয় জানে নদীতে চুরি হচ্ছে ভূমি

তারার এত কাছাকাছি আমার বাড়ি যা তারার মতো হারিয়ে যায়।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন