Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

শতাব্দীর শেষ জননায়ক

মোহাম্মদ সাদউদ্দিন

শেখ মুজিব মানে
শতাব্দীর শেষ জননায়ক
আধুনিক তুরস্কের কামালপাশা
মজলুম মানুষের নির্ভীক কন্ঠ
বাঙালি জাতির ভাষা।

শেখ মুজিব একটি নাম
যা উচ্চারিত হলে
কেঁপে ওঠে আসমান
সাত মার্চের কন্ঠ এখনো
বাংলায় আনে ঐক্যের বান।

শেখ মুজিব মানে বিশ্বের ‘বঙ্গবন্ধু’
বাঙালির স্বাধিকার
ঘরে ঘরে দুর্গ গড়ার
সফল কারিগর।

শেখ মুজিব মানে
মুক্তিকামী মানুষের দলনায়ক
ক্লান্তিহীন যুদ্ধের সেনানি
ভাষা ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির ধারক
শতাব্দীর শেষ জননায়ক।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন