Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কত দিবি দোষ!

মোঃ মামুন হোসেন

কত কি দিবি আমায় দোষ?
ওরে নন্দ ঘোষ!
আমি তো পারি না সইতে
বিষের যন্ত্রণা,
ঢুকে গেছে এ হৃদে
কত মধুর খঞ্চনা।।

সব দোষ হল যে আমার
কিভাবে বুঝাবো বারবার।
আমি তো নহি অপরাধী,
সব যেন হল কারসাজি।

এভাবে বলে না ভাগ্য
আমি তো হলাম আরোগ্য,
তুমি তো ছিলে না আমার
আমি তো নহি তোমার যোগ্য!!




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন