Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

আছ তবুও নেই !

মোঃ মামুন হোসেন

আছ তুমি বুকের পাশে
এ হৃদয়ের পরিবেশ,
মন তোমায় ভাবছে দেখে
হাসি হাসি মুখে
সপ্নে আবেশ!

কি দারুণ চোখের কাজল
রূপ যেন হার মানায় –
তোমারিতে বিভোর হয়ে
এ মনেতে ছন্দ হারায়।

আমি যেন দেখছি,
পূর্নিমার চাঁদ এসে
আমার উঠোন তলায়,
সব যেন আলো বিছিয়েছে
কৃষ্ণ ডালের চূড়ায়।

আমি তো দেখি,
তুমি নেই, আমার মন পিঞ্জিরায়-
বাঁধিব কেমনে এ স্বপনে
তোমারে মনের কড়ায়।

নাড়া দেয় সেই স্মৃতি
সেই মাখা অনুক্ষণ!
সঙ্গি থেকে পাশাপাশি
কত দুষ্টুমি অন্তরঙ্গ সারাক্ষণ।

আজ যেন নেই তবুও আছ!
আজ যেন আছ তবুও নেই।
এ ব্যথা যেন করে বিস্ফোরিত
হৃদয়ে আহাকার কাংখিত!

আমি চেয়েছি শুধু তোমায়
পায় নি আজও নিরালায়।
স্বপ্নের ভূবন মাঝে
এসে দেখা কি দিলে
কোন মায়াবি সাঁঝে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন