মেঘ না চাইতে বৃষ্টি

মোঃ মামুন হোসেন

আমি মেঘমালা হয়ে মনের আকাশে
ছায়া হয়ে রই,
বৃষ্টির ফোটা হয়ে এ জীবন মুর্মূর্ষে
জমিনে যোগ হই।

আমি প্রতিকূলতার মাঝে
অনুকূল হয়ে জীবনে নেমে আসি,
আমি সকাল-সন্ধ্যা, মনের বাগানে
ফুলের সৌরভে ভাসি।

তুমি অসহ্য গরমে, একটু শরমে
বাহিরে এসে হাজির,
আমি উপর থেকে তোমার জন্য
পর্বতমালার ঝর্ণা প্রবাহিত ‘নাযিল’।

তুমি ভিজে ভিজে, বরষার আগমনে
চোখ চলে যায় শৈশবে,
আমি মনে করে আবার আসি
যাহা ছিলাম কৈশরে।

তোমার চাহার শেষ না হতে
আমি দিয়েছি ঢেলে,
চোখের জলে বিলিয়ে দিওনা
আমি যায়নি মরে।

আজও আছি তোমার পাশে
সাদা বক হয়ে,
তুমি কি আমার সেই আছো
মনের আঙ্গিনায় পালিয়ে ভয়ে।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন