পর্দা

মোঃ মামুন হোসেন

পর্দা
মোঃ মামুন হোসেন

নারী তুমি মুখটি রাখ
স্বর্ণের মত খুলে,
রৌপ্যের মত সাজাও তুমি
মুখটি রাখ ঢেকে।

ভালবেসে মুখটি তোমার
খুলে রাখ পন্যের মত,
হাট-বাজারের,পন্য-সামগ্রী
যন্তনায় অভিরত।

ঢেকে রাখ, মুখটি তোমার
নিজের মায়াচ্ছলে,
আনন্দ-বেদনা, কষ্টে ভরায়
শয়তানের দলে-দলে।

জীবন তোমার যত আনন্দময়
কষ্ট ব্যথায় ভরা,
তোমার মুখটি দেখায়ওনা
পথের নজরে পরা।

তুমি ভাবছো সুখি জীবন
তোমার চেহারায়-
এখানে-ওখানে, ঘুরে ফিরি
আনন্দে মাতহারায়।

তুমি করছো কি ভুল?
জীবন ভরা যৌবনে-
তোমার জন্য করবে না অপেক্ষা
ছুবে না মাটি মরণে!!




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন