বুধবার । ২৮শে জানুয়ারি, ২০২৬ । ১৪ই মাঘ, ১৪৩২

বাটখারা 

মোঃ মামুন হোসেন

আছি ডুবে পাপের সাগরে
আমলটা নাই জানা,
কত গভীরে চলে গেছি
মৃত্যুর শেষ সীমানা।
পাপের আমলে গিয়েছে বেড়ে
গুনাহর বোঝার দাড়ি পাল্লা!
কী এমন আছে হেথা?
যার ওজন করবে বাটখারা।
হয়তো বা হবে না কম
তাহার চেয়েও বেশি,
এমন আমল শুনলে তখন
হিসেবের হয় রেষারেষি।
আইনের অনুকূলে নয় কোনো প্রতিকূলে
দাঁড়িয়ে সেই কাঠগড়ায়!
মাপা হবে তোমার আমল
মিজানের সেই বাটখারায়।
পাবো না কেউ মাফ
চরিত্রের অনুতাপ!
দুনিয়ার মোহে পড়ে,
সব কিছুরই হবে নিকাশ
শেষ বিচারের তরে।
খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন