প্রতিনিয়ত 

মোঃ মামুন হোসেন 

সকাল-সন্ধ্যা, প্রতিনিয়ত
ফেলছি আমরা গেঁথে,
মরছে মানুষ! ঝড়ছে প্রান
কত কাজ দৈরথে।
নাই সেখানে বালিশ,কাঁথা
নাই ঘুমানোর আয়োজন,
শূন্য দেহ পড়ে থাকে
কে কার প্রয়োজন।।
বাঁশ,ঝাড় কোন গহীন বনে
আসিয়া রাখে ফেলে,
একা এ জঙ্গলে কয়জনই
পাশেতে জল ফেলে।।
রোদ-বৃষ্টি,ঝড় -তুফানে
পড়ে রয় এ মৃত দেহ,
সবারে তো আসতে হবে
বাঁচব না আমরা কেহ!
প্রতিনিয়ত পড়ে মনে
স্মরণ করিয়ে দেয়,
আমারও তো একদিন
আসতে হবে হেথায়।।
ঐ রেখে আসছি লাশ
পঁচে গলে যাবে,
কদিনের এ দুনিয়ায়
সবাই ভুলে যাবে।
খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন