আমি মেরে ফেলেছি

মোঃ মামুন হোসেন

আমি মেরে ফেলেছি
এই বুকেতে জন্মেছিলাম!
আমার ভালবাসা,
যাহাকে ছোট্ট বীজের মত গেঁথেছি
করেছি রোপন,
এই হ্রদয় অন্তরে ছিল কত আশা।

যাহার জন্য ছুটতাম
কোন অলি গলি।
আর কত বন বাদাল,
আজ মনেতে ধরে না
ভালবাসার শেষ ব্যবহার।।

যে ভালবাসা মিথ্যে অভিনয়
আর ধোকাদের রাজ্যে করে বাস,
আমি চাহিনা করতে বন্ধুত্ব
গড়তে এমন ইতিহাস।।

একসময় চাইতো মন
রাখতাম,ভালবাসা যতন করে,
আজ বুঝে গেছি সে ভালবাসা
আমায় করেছে পর
হ্রদয়ে রেখেছে তালা বন্দি করে।।

আমি আজ মেরে ফেলেছি
সেই ভালবাসার ছদ্মনাম,
কোন জলে ডুবে থাকা
সুবাসিত ফুল পদ্ম নাম।।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন