সোনামুখের দেশে

কামরুল ইসলাম

মানুষ বানাইলা বিধি
দিয়া সেরা মান,
দিনে দিনে সেই মান
হইলো রে খান খান।

জাতি ভেদে ধর্ম ভেদে
হইলো হাজার ভাগ,
মানুষ নামেতে ফেলে
কলঙ্কেরই দাগ।

সোনামুখের দেশের কথা
একটাইতো দুনিয়া,
জাত বিচারের ঠাঁই হবে না
এই কথা যাও শুনিয়া।

সবার উপর সত্য মানুষ
সার কথাটি ভুলনা,
ওরে মানুষ তোমায় বলি
তুমিই তোমার তুলনা।

 

খুলনা গেজেট/এমএম  




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন