অসময়

শামসুজ্জামান তপন

রাতে জাগে দিনে ঘুমায় বিকালে গোসল,
চলিষ্ণু এক ক্ষয়িষ্ণুময়,জীবন-হট্টগোল!

শৃঙ্খলা কী উড়ে গেছে দূরের ছায়াপথে?
জীবন-নিয়ম টিকে আছে দেখছি কোন-মতে!

মান্যতা সব উবে গেছে, আকাশ দেশের মেঘে,
ন্যায়-নীতিরা হয়তোবা আজ গেছে কোথাও ভেগে!

আবেগে আর বেগে সবাই,রেগে বলে কথা,
কী বলছে যাকে তাকে নেইতো মাথা ব্যথা।

উত্তেজিত বড়ো-রা সব,ছোটোকে দেয় গালি,
আশেপাশের মানুষ সবাই দেয় যে হাতে তালি।

উল্টো দিকে ছোটো করে বড়’র অপমান,
নেই যে কোন মর্যাদাবোধ, হিতাহিতের জ্ঞান।

মানবতার মহা মরণ চলছে দিকে দিকে,
ক্যারিয়ারের উত্তেজনায় সম্পর্ক ফিকে!

পিতামাতা আশ্রমে আর শিশুরা ডে-কেয়ার,
কই হারালো পরিবারের, প্রেম-প্রীতি আর পেয়ার?

ফিরি চলো আদিম সরল মুগ্ধ জীবনবোধে,
সবাই মিলে চেষ্টা করি এই অসময় রোধে!

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন