বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

মহরম

মোঃ মামুন হোসেন

বছর শেষে আসলে ফিরে
আবার তুমি মহরম,
তোমার দেয়া শিক্ষাটা যেন
পায় খুঁজে সব খুররম।

নতুন দিনে,নতুন ভোরে
উঠুক জেগে সব,
তোমার আসা দিনটিকে
স্মরণ করি সদা যব।

মহররমের ঐ দিনটা যেন
হাসান-হুসাইনের সেরা,
এখনও তার জলন্ত উদাহরণ
ঐতিহাসিক কারবালা।

মনে পড়ে সেদিনের কথা
বুকে ঝড় বিশ্বাস,
হাসান-হুসাইন মনে বল
বুক ফাটা “তৃষ্ণান্ত” নিশ্বাস।

তোমার কথা যায় গেঁথে
এ হৃদয়ে প্রাণ,
দ্বীনের জন্য রেখেছো বাজি
দিয়েছো জীবন কোরবান।

তোমায় জানায় হাজার সালাম
মুসলিম শাসকদের দ্বারপ্রান্তে,
এনে দিলে সেই কষ্ট বিদায়ক
তবুও থামেনি অক্লান্তে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন