আমার তো কেউ নেই!

মোঃ মামুন হোসেন

থাকে শুধু নিজের কিছু
সবাই ভাল কহে!
না থাকিলে কিছুই তবে
তারই যোগ্য নহে!

দিতে থাকে কত গালি
আর ভৎসনা,
কষ্ট পেতে তবুও চলে
কত বেহায়াপনা।।

বলে নাকি ভালো নই
কত গাল মন্দ,
এমন করে যায় চলে
বুক ফাটা ছন্দ।।

পাপের ঐ ব্যাথা খানি
তখন বুকটা জ্বলে,
কোন মনের মানুষগুলো
আমায় হেসে বলে।।
কত অহংকার বিপন্নতায়
আমি খায় গালি,
তোমাদের হতে পারি নি
হলাম চোখের বালি!

আজ নাই মোর প্রিয়জন
নেই কেউ আমার!
বুঝতে পারিনি কত ব্যথা
ছিল যত অহংকার।।।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন