বুধবার । ২৮শে জানুয়ারি, ২০২৬ । ১৪ই মাঘ, ১৪৩২

অনুযোগ

তামিম হাসান

 

বৃষ্টি মানেই অন্যরকম,
প্রেমের আবহাওয়া
প্রিয় মানুষটাকে একটু কাছে চাওয়া।

আজ শহরে গুমোট হাওয়া
মেঘবন্দি শহর
বিরহে পুড়ছে হৃদয় অনল।

ঠোঁটের কোলে নোনতা জল
আঙুল মোছা স্পর্শ বলছে
এ তো অশ্রুজল।

উদাসীনতা দিচ্ছে শুধু
অযাচিত কষ্ট
বিষণ্ণতা করছে সুন্দর মুহুর্ত নষ্ট।

এর চেয়ে বরং বৃষ্টি করি উপভোগ
এই আষাঢ়ে বৃষ্টিবিলাস না করলে
থাকবে অনুযোগ।

 

 খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন