বাণী

মোঃ মামুন হোসেন

এসেছিলাম তোমার কাছে বান্দা
ফিরিয়ে দিয়েছো আমায়-
থেকেছিলাম পেটের ক্ষুধায়
দেওনি গো আমায়।

আজ আমি পথের ধারে
দ্বারে দ্বারে ঘুরছি,
কেউ তো আমায় দেই নি
কত কথায় বলছি!

আজ আমি পথের ধারে
বেঁচেও মরে আছি,
তোমাদের দয়াটা কেন?
একটু ভোগ করছি।

আমি এখন পথের গায়ে
না খেয়ে মরা হায়!
তোমরা যে অপ্রয়োজনে
টাকা দিচ্ছ ভাই!!

যখন তো চেয়েছিলাম
দেওনি গো মুঠোয়,
এখন তো কি করব?
বাঁধা অর্থটা সুতোয়।

যখন ছিল প্রয়োজন
দিয়েছো মোরে ফিরিয়ে,
এখন কি লাভ
শুধু মায়া বাড়িয়ে!!

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন