ত্যাগের মহিমায় কোরবানি

সন্দ্বীপ কুমার ঘোষ

কোরবানি মানে ত্যাগের সীমানায়
অন্তরের ভক্তি আর নিঃস্বার্থ দান
মহান আল্লাহ দিলেন এই পয়গাম!

হজরত ইব্রাহিম (আঃ) স্বপনে দেখেন
কোরবানি দাও প্রাণের মহাধন !
হজরত ইব্রাহিম (আঃ) ভাবেন সারাক্ষণ
তার প্রাণের কি আছে মহাধন?

চিন্তায় মগ্ন তবু খুঁজে না পান!
আল্লাহর খুশির হেতু কি দিবেন কোরবান?
ভেবে ভেবে দিন রাত্রি হলো সারা
স্বপনের মাঝে খান শুধু তাড়া
প্রাণের প্রিয় ধন শেষে খুঁজে পান।।

প্রাণের প্রিয় ইসমাইলকে তুলে নিলেন কোলে
এই তার প্রিয় ধন আল্লাহ কে দিবেন তুলে!
সাত পর্দা কাপড় তিনি চোখে বাঁধিয়া
খঞ্জর চালিয়ে দিলেন তার গলায় সাঁধিয়া!

আল্লাহু আকবার বলে দিলেন কোরবানি !
চক্ষু মেলিয়া শেষে দেখেন তিনি
কোরবানি হয়েছে সেথা দুম্বা একখানি!
আল্লাহর রহমতে তার বুকে এলো পানি।।

মহান আল্লাহর কৃপায় বেঁচে গেলো ইসমাইল
হাসছে পাশে বসে, খোস তার দিল!
হয়েছে আল্লাহর নামে ত্যাগের কোরবানি
এটাই ঈদ-উল-আজহা সকলেই মানি।

সুখ সমৃদ্ধিতে ভরে যাক এই মহাবিশ্ব
সাম্প্রদায়িক সম্প্রীতির এই মহান ঈদ!
সবে মিলে মিশে পালন করি
গড়ে ইসলামের শক্ত ভিত।।

 

খুলনা গেজেট/এমএইচবি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন