Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বঙ্গবন্ধু

রবিউল ইসলাম রাফে

 যা কিছু দিতে এসেছিলে তুমি
দিয়েছ তারচে অনেক বেশি
পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে
দেওনি কেবল স্বাধীন দেশই,

দিয়েছ বুকের তাজা খুন ঢেলে
পরিবার আর স্বজন সবি
তোমার সে দানে অবাক বিশ্ব
অবাক পৃথিবী চন্দ্র-রবি।।

ছিলে না কখনো স্বাধীন তুমি
স্বাধীনতার আগে অথবা পরে
তুমি ছিলে কারাবন্দী সদাই
শত্রু শিকলে আপন ঘরে,

তুমি বিপ্লবী বঙ্গ বন্ধু
তুমি বাঙ্গালী জাতির প্রাণে
বহুকাল পরে উঠল জেগে
ঘুমন্ত জাতি তোমার গানে।।

 

(লেখক: কবি ও সাহিত্যিক, লেখা: ১২ ই আগষ্ট, ২০২০)

 

খুলনা গেজেট / এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন