বঙ্গবন্ধু

রবিউল ইসলাম রাফে

 যা কিছু দিতে এসেছিলে তুমি
দিয়েছ তারচে অনেক বেশি
পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে
দেওনি কেবল স্বাধীন দেশই,

দিয়েছ বুকের তাজা খুন ঢেলে
পরিবার আর স্বজন সবি
তোমার সে দানে অবাক বিশ্ব
অবাক পৃথিবী চন্দ্র-রবি।।

ছিলে না কখনো স্বাধীন তুমি
স্বাধীনতার আগে অথবা পরে
তুমি ছিলে কারাবন্দী সদাই
শত্রু শিকলে আপন ঘরে,

তুমি বিপ্লবী বঙ্গ বন্ধু
তুমি বাঙ্গালী জাতির প্রাণে
বহুকাল পরে উঠল জেগে
ঘুমন্ত জাতি তোমার গানে।।

 

(লেখক: কবি ও সাহিত্যিক, লেখা: ১২ ই আগষ্ট, ২০২০)

 

খুলনা গেজেট / এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন