Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বর্ষায় ঘরের দেয়ালে ড্যাম্প ধরলে যা করবেন

গেজেট ডেস্ক

বর্ষাকাল এলেই অনেকের ঘরের মধ্যেই স্যাঁতস্যাঁতে একটা গন্ধ হয়। এর সঙ্গে দেয় দেয়ালে ড্যাম্প। অর্থাৎ দেয়ালের রং চটে যায় ও কালচে ছোপ পড়ে। তাই ভেজা মৌসুমে দরকার বাড়তি যত্ন। জেনে নিন কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন-

# প্রথমে ঘরের দেয়ালের যেসব জায়গা থেকে ড্যাম্প ছড়াচ্ছে তা চিহ্নিত করুন।

# অনেক সময় দীর্ঘদিন দেয়ালের কোনো অংশ জুড়ে ক্রমাগত পানি চুঁইয়ে পড়ার কারণে ভিজে থাকে। ফলে দেয়ালের ওই ভেজা অংশ থেকেই ড্যাম্প ছড়াতে থাকে। এজন্য ঘরের দেয়ালে পানি চুঁইয়ে পড়ার কারণ খুঁজে বের করে সেই সমস্যার সমাধান করুন।

# ঘরের ভেন্টিলেশনের দিকে নজর রাখুন। অনেক সময় সেখান থেকেও পানি চুঁইয়ে দেয়াল নষ্ট হতে পারে। তাই বর্ষার আগেই ব্যবস্থা নিন।

# অনেক সময় দীর্ঘদিন কোনো আসবাব দেয়ালে ঝোলানো থাকলে সেখানে ড্যাম্প ধরে যায়। এক্ষেত্রে কিছুদিন পর পর আসবাবপত্রের জায়গা পাল্টে ফেলুন।

# চেষ্টা করুন ঘর যাতে দিনের বেশিরভাগ সময় খোলামেলা থাকে। কারণ বদ্ধ ঘরে অতিরিক্ত জলীয়বাষ্প বা আর্দ্রতা জমে দেয়ালে ড্যাম্প পড়ার আশঙ্কা থাকে।

# এছাড়াও বাজারে উপলব্ধ ‘মোল্ড রেজিস্ট’ রং বা জিপসাম প্লাস্টার ব্যবহার করতে পারেন। এগুলো ঘরের দেয়ালকে ড্যাম্প পড়ার হাত থেকে দীর্ঘদিন রক্ষা করতে পারে। (সূত্র: জিনিউজ)।

খুলনা গেজেট/এআইএন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন