মঙ্গলবার । ৪ঠা নভেম্বর, ২০২৫ । ১৯শে কার্তিক, ১৪৩২

নরম ও সুস্বাদু নারকেল নাড়ু তৈরি করবেন যেভাবে

লাইফ স্টাইল ডেস্ক

দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সবার বাড়িতেই নানারকম মিষ্টির আয়োজন হয়। তার মধ্যে সবচেয়ে সহজ, অথচ খেতে ভীষণ মজাদার হলো নাড়ু। এটি আগে থেকেই বানিয়ে রাখা যায়, আবার অতিথি আপ্যায়নের জন্যও দুর্দান্ত।

তবে একটা জায়গায় গিয়ে সমস্যা-অনেক সময় নাড়ু শক্ত হয়ে যায়।

আসলে সঠিক উপাদান বাছাই, পরিমাণ ও রান্নার পদ্ধতি না মানলেই এমন হয়। তাই নরম, স্বাদে ভরপুর নাড়ু বানানোর কিছু কৌশল জেনে নিন এখনই।

উপকরণ
নারকেল কোরানো– ২ কাপ
গুড়– ১ কাপ
চিনি– ৩-৪ টেবিল চামচ
এলাচ গুঁড়া– ১/২ চা-চামচ
ঘি– ১ টেবিল চামচ
পানি– ১/২ কাপ

প্রণালী
প্রথমে একটি কড়াইয়ে গুড় ও পানি দিন। গুড় গলতে শুরু করলে ছেঁকে নিন, যাতে ময়লা বের হয়ে যায়। এবার সেই গুড়ের রস আবার কড়াইয়ে ফোটান। টেস্ট করার জন্য আঙুলে সামান্য ফোঁটা দিয়ে দেখুন- আলগা আঠালো হলে সেটাই সঠিক সময়। একেবারে শক্ত সুতো হলে নাড়ু শক্ত হয়ে যাবে।

এবার কোরানো নারকেল গুড়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়তে থাকুন।

কম আঁচে রান্না করতে হবে। নারকেল-গুড় মিশ্রণ যখন কড়াইয়ের তলা ছাড়তে শুরু করবে, তখন তাতে এলাচ গুঁড়া ও সামান্য ঘি দিয়ে দিন। নামিয়ে সামান্য গরম থাকা অবস্থায় হাতের তালুতে ঘি মেখে একে একে গোল করে নাড়ু গড়ে নিন।

মনে রাখবেন, শুকনা নারকেলে নাড়ু শক্ত হয়ে যায়। তাই সম্ভব হলে আগেই কোরানো টাটকা নারকেল ব্যবহার করুন।

গুড় ফোটানোর সময় খুব বেশি নাড়াচাড়া করবেন না। গুড় বেশি গরম হয়ে গেলে নাড়ু শক্ত হয়ে যায়। নারকেল ও গুড়ের মিশ্রণ যখন আঠালো হবে, কিন্তু শক্ত হয়নি তখনই নামাতে হবে। এতে নাড়ু নরম থাকবে। হালকা গরম থাকতে নাড়ু গড়ুন। একেবারে ঠাণ্ডা হয়ে গেলে নাড়ু শক্ত হয়ে যায়। তাই গরম গরম, হাতে সামান্য ঘি মেখে গোল করে নিন। সংরক্ষণে খেয়াল রাখুন। এয়ারটাইট কন্টেইনারে রাখলে অনেক দিন নরম থাকবে।

নাড়ু বানানোর সময় চাইলে তাতে কিশমিশ, কাজু বা বাদাম কুচি দিয়ে দিতে পারেন। এতে স্বাদ ও পুষ্টিগুণ বাড়বে।

সূত্র : টিভি৯ বাংলা




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন