লিপস্টিক স্থায়ী রাখার কৌশল

লাইফ স্টাইল ডেস্ক

নারীর সাজের অন্যতম অনুষজ্ঞ লিপস্টিক। তবে এর অন্যতম বড় সমস্যা হল কফি, কোল্ড ড্রিঙ্কস, কোনও খাবার খাওয়ার পর কিংবা একটু ঘাম মুছতে গেলে লিপস্টিক মুছে যায়। এতে ঠোঁট ফ্যাকাসে লাগে। তবে কিছু সহজ কৌশল মেনে চললে ঠোঁটে লিপস্টিক থাকবে দীর্ঘক্ষণ, আর হাসিও হবে নিখুঁত।

ঠোঁটকে তৈরি করা
শুষ্ক ঠোঁটে লিপস্টিক বেশি সময় টেকে না। তাই লিপ স্ক্রাব বা হালকা ব্রাশ দিয়ে ঠোঁট এক্সফোলিয়েট করুন, তারপর লিপ বাম লাগান। কয়েক মিনিট পর টিস্যু দিয়ে বাড়তি আর্দ্রতা মুছে ফেলুন।

লিপ প্রাইমার বা কনসিলার
লিপস্টিক লাগানোর আগে পাতলা করে কনসিলার বা লিপ প্রাইমার ব্যবহার করুন। এতে ঠোঁটের রঙ সমান দেখাবে, আর লিপস্টিক বসে যাবে অনেক ভালভাবে।

লিপ লাইনার দিয়ে শেপ ও বেস
ঠোঁটের আউটলাইন টানতে লিপ লাইনার ব্যবহার করুন। শুধু শেপ নয়, ভেতরে হালকা করে ভরাট করে নিলে লিপস্টিক আরও দীর্ঘস্থায়ী হবে।

সঠিক লেয়ার
প্রথমে একটি কোট লিপস্টিক লাগান। তাতে টিস্যু দিয়ে হালকা চাপ দিন। তারপর আবার দ্বিতীয় কোট দিন। এই লেয়ারিং টেকনিক লিপস্টিককে কয়েক ঘণ্টা বেশি ধরে রাখবে।

পাউডার সেটিং ট্রিকস
লিপস্টিকের ওপরে টিস্যু চাপা দিয়ে তার ওপর হালকা ট্রান্সলুসেন্ট পাউডার লাগান। এতে লিপস্টিক সেট হয়ে যাবে, আর সহজে মুছবে না।

খাবার সময় টিপস
অতিরিক্ত তেলতেলে খাবার খেলে লিপস্টিক মুছে যায়। তাই খাওয়ার সময় একটু সতর্ক থাকুন। পানীয় খাওয়ার সময় স্ট্র ব্যবহার করলেও ঠোঁটে রঙ অনেকক্ষণ টিকে যায়।

লিপস্টিক টিকে থাকবে কি না, তা শুধু পণ্যের গুণে নয়, যিনি ব্যবহার করছেন, তার কৌশলের ওপরও অনেকটাই নির্ভর করে। তাই লিপস্টিক ব্যবহারের সময় এসব কৌশল অনুসরণ করুন।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন