Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

শীতে পা ফাটা এড়াতে

লাইফ স্টাইল ডেস্ক

যতই দামি বা সুন্দর জুতা পরা হোক না কেনো পা যদি সুন্দর না হয় দেখতে ভালো লাগে না। সুন্দর পা বলতে মসৃণ ও কোমল পা’কে বোঝায়। আর পা ফাটা পায়ের সৌন্দর্য নষ্ট করে। রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে পা ফাটার সমস্যার সমাধান সম্পর্কে জানানো হল।

– সপ্তাহে দুদিন গরম পানিতে লবণ ও লেবু মিশিয়ে তাতে ১০ মিনিট পা ডুবিয়ে রাখুন। এরপর আলতোভাবে পা স্ক্রাব করে নিন।

– পা স্ক্রাব করার পরে এতে পায়ের ক্রিম ব্যবহার করুন। ত্বক বেশি শুষ্ক হলে এর জন্য তৈরি করা বিশেষ ধরনের ক্রিম ব্যবহার করুন। এটা সাধারণ মুখের ক্রিমের তুলনায় বেশি ঘন হয়। প্রতিদিন রাতে ব্যবহারে ভালো ফলাফল পাওয়া যায়।

– পা মালিশ করা হলে তা পায়ের শুষ্কতা, ফাটা এমনকি পায়ের অন্যান্য সমস্যা ও দুর্বলতা দূর হয়। পায়ে নারিকেল তেল, ঘি, কাঠ-বাদাম বা তিসির তেল মালিশ করুন, এতে পায়ের আর্দ্রতা বজায় থাকে।

– এরপরেও যদি পায়ে ফাটাভাব দেখা দেয় তাহলে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন, যা পাটা ফাটা দূর করতে চমৎকার কাজ করে।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন