Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ত্বকের যত্নে জবা ফুল যেভাবে ব্যবহার করবেন

লাইফ স্টাইল ডেস্ক

সুন্দর ত্বক কে না চায়? ত্বকের যত্নে তাই অনেকেই বিউটি পার্লারে ছোটেন। কেউ আবার দামি ক্রিম ব্যবহার করেন। ঘরোয়া কিছু পদ্ধতি ব্যবহার করলেও অনেক সময় ত্বকের উজ্জ্বলতা ধরে রাখা যায়। সে ক্ষেত্রে ব্যবহার করতে পারেন জবা ফুল।

উজ্জ্বল ত্বক পেতে জবা ফুল ব্যবহারের নিয়ম-

তাজা দেখে ১০ টি জবা ফুল নিন। এবার একটি পাত্রে আধ লিটার পানি গরম করুন। এবার আঁচ কমিয়ে জবা ফুল দিয়ে দিন। ১৫ মিনিট পর এটি অন্য পাত্রে ঢেলে নিন। এবার আপনি জবা ফুলের একটি জেল পাবেন। এই জেলটি আপনার মুখে লাগিয়ে আলতো করে ম্যাসাজ করুন। এটি শুধুমাত্র মুখেই নয়, হাত, পা এবং গলায়ও লাগাতে পারেন। ২০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে করলে মুখের ময়লা, দাগ, কালো দাগ দূর হয়ে ত্বক উজ্জ্বল হবে। গোসলের আগে টানা সাত দিন এটি ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হয়ে উঠবে।

জবা ফুলের জেলের সাথে মুলতানি মাটি মিশিয়ে ফেস প্যাক হিসেবে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হয়। এই ফেস প্যাক ত্বকের মৃত কোষ দূর করে। এই ফেস প্যাকটি সপ্তাহে দুই বা তিনবার ব্যবহার করতে পারেন।

জবা ফুলের সাথে টক দই মিশিয়ে ফেস প্যাক হিসেবে ব্যবহার করলে ব্রণ দূর হয়। কারণ জবা ফুলে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্রণ সৃষ্টিকারী জীবাণু ধ্বংস করে। দইয়ে থাকা প্রোবায়োটিক উপাদান ত্বক পরিষ্কার রাখতে এবং বলিরেখা প্রতিরোধে সাহায্য করে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন