রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

গরমে এক গ্লাস মিন্ট-লেমন পানীয়

লাইফ স্টাইল ডেস্ক

যা গরম পড়েছে প্রশান্তিতে চাই এক গ্লাস লেমন শরবত। খুব সহজে তৈরি করে উপভোগ করুন।

মিন্ট-লেমন পানীয় তৈরিতে লাগবে-

পুদিনা পাতা (মিন্ট)- আধা কাপ
লেবু- একটি
লেবুর পাতা- তিন টি
শসা- একটি
আদা- এক ইঞ্চি
চিনি- আধাকাপ
মধু- দুই টেবিল চামচ, পানি ও বরফ কুচি।

যেভাবে করবেন-
প্রথমে লেবু খোসাসহ কেটে ছোট ছোট টুকরো করে নিন। আদা, শসা, লেবু পাতাও টুকরো করে নিন। এবার সব উপকরণ খুব ভালো করে ব্লেন্ড করুন। বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন