বুধবার । ২৮শে জানুয়ারি, ২০২৬ । ১৪ই মাঘ, ১৪৩২

সাতক্ষীরা-১ আসনের দুই প্রার্থীকে শোকজ

সাতক্ষীরা প্রতিনিধি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনের বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব ও জামায়াতে ইসলামীর প্রার্থী ইজ্জতউল্লাহকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে মঙ্গলবার (২৭ জানুয়ারি) এ নোটিশ প্রদান করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য ও যুগ্ম জেলা ও দায়রা জজ (আদালত নং–২, সাতক্ষীরা) নয়ন বিশ্বাস কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শনকালে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পান।

প্রতিবেদনে বলা হয়, কলারোয়ার ব্রজবাকসা হাফিজিয়া মাদ্রাসার সামনে, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের সামনে, ট্রাক টার্মিনাল মোড় এবং কলারোয়া উপজেলা মোড়সহ বিভিন্ন স্থানে বিএনপির প্রার্থীর নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত ফেস্টুন ও ব্যানার যত্রতত্র গাছের সঙ্গে, বিদ্যুতের খুঁটিতে এবং যানবাহনে সাঁটানো অবস্থায় দেখা গেছে।

অপর প্রার্থী জামায়াতে ইসলামীর ইজ্জতউল্লাহর নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত ফেস্টুন কলারোয়ার তুলশীডাঙ্গা, মুরারীকাটি, হেলাতলা, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ এলাকা এবং গোপীনাথপুর মোড়ে গাছ ও বৈদ্যুতিক খুঁটিতে পাওয়া গেছে।

এ কর্মকাণ্ডে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা–২০২৫’-এর বিধি ৭(গ)-এর সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের এ অভিযোগে কেন তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না অথবা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ২৯ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার মধ্যে সশরীরে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন