রবিবার । ২৫শে জানুয়ারি, ২০২৬ । ১১ই মাঘ, ১৪৩২

তালায় আচরণবিধি লঙ্ঘনে বিএনপি ও জামায়াত প্রার্থীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা ও তালা প্রতিনিধি

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির কার্যালয় ও জামায়াতের একটি ইউনিয়ন কার্যালয় পরিচালনাকারীদের জরিমানা করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তালার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহাত খানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে, দলীয় কার্যালয়ে গেট নির্মাণ ও আলোকসজ্জা স্থাপনের মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে উভয় দলকে প্রাথমিক সতর্কতার পাশাপাশি পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন