পাটকেলঘাটায় অতিরিক্ত পাট বোঝায় নিয়ে ট্রাক যাওয়ার পথে বিদ্যুতের তারে জড়িয়ে আগুন লাগে। পাট এবং ট্রাক সহ নিজের জীবন বাঁচাতে ড্রাইভার পাশের খাদের পানিতে নামিয়ে দেন।
জানা যায়, বুধবার রাতে পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নের অশোকমোড় থেকে পাট ব্যবসায়ী সজলের দোকান হতে আলমগীর ট্রান্সপোর্টের ঢাকা মেট্রো-ট–১১-৯৬৪৪ নম্বর একটি ট্রাকে প্রায় ৩০০ মন পাট লোড করা হয়। ট্রাকটি লোড কার্যক্রম শেষ করে ফরিদপুর জেলার মধুখালীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথিমধ্যে পাটকেলঘাটা থানাধীন ছোট কাশিপুর টাওয়ারের সামনে পৌঁছালে বৈদ্যুতিক তারের সঙ্গে ঘর্ষণে শর্টসার্কিটের মাধ্যমে ট্রাকের লোডকৃত পাটে হঠাৎ আগুন ধরে যায়। বিষয়টি দেখে স্থানীয় পথচারীরা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা চালান এবং দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
আগুনের তীব্রতা বেড়ে গেলে ট্রাকচালক পরিস্থিতি সামাল দিতে না পেরে ট্রাকটি রাস্তার পাশের একটি পুকুরে নামিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস ও পাটকেলঘাটা থানার পুলিশের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। ট্রাকটি পুকুরে নামিয়ে দেওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে চলে আসায় ফায়ার সার্ভিসের ইউনিট তাৎক্ষণিকভাবে ফিরে যায়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অতিরিক্ত লোডের কারণেই এই দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে ট্রাক মালিকপক্ষের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে জানা যায়, ৫ টন ধারণক্ষমতার একটি ট্রাকে প্রায় ১২ টন পাট বোঝাই করা হয়েছিল। অথচ সংশ্লিষ্ট সড়কের ধারণক্ষমতা মাত্র ৩ টন। অতিরিক্ত ও উচ্চ লোড নিয়েই ট্রাকটি চলাচল করায় দুর্ঘটনার ঘটে বলে স্থানীয়রা জানান।
এ বিষয়ে আলমগীর ট্রান্সপোর্টের প্রতিনিধি মো. রিপন এই প্রতিবেদককে তাচ্ছিল্যের সুরে বলেন, “এরকম এক্সিডেন্টে ৭–৮ জন মারা গেলেও আমার মালিক কাউকে কৈফিয়ত দেয় না।” তার এই বক্তব্যে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
অন্যদিকে পাট ব্যবসায়ী মেসার্স ব্রাদার্স জুট ট্রেডিং কোং এন্ড লিমিটেডের প্রতিনিধি জানান, সাতক্ষীরা থেকে ফরিদপুরের মধুখালি পর্যন্ত ১২ হাজার ৫০০ টাকা ভাড়ায় আলমগীর ট্রান্সপোর্ট (ভোমরা) থেকে ট্রাকটি ভাড়া নেওয়া হয়। তবে চুক্তি অনুযায়ী বড় ট্রাক পাঠানোর কথা থাকলেও মালিকপক্ষ ছোট ট্রাক পাঠায়, যার ফলে পাটের লোডের উচ্চতা বেড়ে গিয়ে দুর্ঘটনার সৃষ্টি হয়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত পাটসহ ট্রাকটি পুকুরেই পড়ে ছিল এবং উদ্ধার কার্যক্রমের প্রস্তুতি চলছিল এবং পাটকেলঘাটা থানার পুলিশের এস আই আনিসুরের নেতৃত্বে একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এনএম

