শনিবার । ২৪শে জানুয়ারি, ২০২৬ । ১০ই মাঘ, ১৪৩২

কালিগঞ্জে ডাম্পারের ধাক্কায় পঞ্চম শ্রেণির ছাত্র নিহত

কালিগঞ্জ প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেজুয়া গ্রামে ডাম্পারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মাহির হোসেন (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে বেজুয়া সড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহত মাহির বেজুয়া গ্রামের রবিউল গাজীর ছেলে এবং বেজুয়া ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাটি বহনকারী একটি ডাম্পারের সঙ্গে মাহিরের বাবার চালানো মোটরসাইকেলের সংঘর্ষ হলে মাহির গুরুতর আহত হয়। স্থানীয়দের সহায়তায় প্রথমে তাকে নিকটস্থ এক পল্লি চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাটি ভরাটের কাজে ব্যবহৃত ডাম্পারটি অবৈধভাবে চলাচল করছিল। অভিযোগ রয়েছে, ডাম্পারটি ফরিদপুর গ্রামের বাবু আলী গাজীর ছেলে সিরাজুল ইসলাম কন্ট্রাকের মাধ্যমে আনা হয়। দুর্ঘটনার পর ডাম্পারটি স্থানীয় ইউপি সদস্য শেখ জাহিদ আলমের হেফাজতে রাখা হয়েছে।

খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছিল এবং পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছিল।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন