বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২
সাতক্ষীরায় ভরা মৌসুমেও সবজির দাম চড়া

বেড়েছে পেঁয়াজ-কাঁচা মরিচের দাম

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

ভরা মৌসুমে সাতক্ষীরায় শীতকালীন সব ধরনের সবজির দাম চড়া। গত এক সপ্তাহের ব্যবধানে সাতক্ষীরার বাজারে প্রতিটি সবজির দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, প্রচণ্ড শীতের কারণে কৃষকরা খেত থেকে সময়মতো ও চাহিদা অনুযায়ী সবজি তুলতে পারছেন না। এ কারণে জোগান কমে যাওয়ায় দামের উপর প্রভাব পড়েছে। তাপমাত্রা কিছুটা বাড়লে সবজির দাম কমযাবে। এদিকে হঠাৎ করে সবজির দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা।

শুক্রবার সকালে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারে গিয়ে দেখা গেছে, পাইকারিতে আলু, বেগুন, ধনেপাতা, টমেটো, পেঁপে, করল্লা, লাউ, মিষ্টি কুমড়া, বাঁধাকপি, ফুলকপিসহ বিভিন্ন ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। নতুন আলু ২২ টাকা, পুরাতন আলু ১৫ টাকা, বেগুন ৩০-৩৫ টাকা, ফুলকপি ৩০-৩২ টাকা, ওলকপি ২০-২২ টাকা, সিম প্রকারভেদে ১৫ থেকে ২৫ টাকা টমেটো ৫০ থেকে ৫২ টাকা, কচু ৩৫ থেকে ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ থেকে ৩৫ টাকা, করল্লা ৮০ টাকা, মটরশুঁটি ৯০ থেকে ৯৫ টাকা, পেঁপে ২০-২২ টাকা, বাঁধাকপি ১৩-১৫ টাকা, পেঁয়াজের কালি ১০-১৩ টাকা, ধনেপাতা ৪০ টাকা, খিরাই ৯৫ টাকা, গাজর ৩০ টাকা, লাউ একপিচ ৩০ টাকা, কাচা কলা ৩৫ টাকা, বীটকপি ২৭-২৮ টাকা, মাটির আলু ৫০ থেকে ৫৫ টাকা, কাঁচা মরিচ ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়েছে।

অথচ মাত্র এক সপ্তাহ আগে পুরাতন আলু ৮-৯ টাকা, নতুন আলু ১৪-১৫ টাকা, বেগুন ২০ টাকা কেজি, ফুলকপি ১৬ থেকে ২০ টাকা, ওলকপি ১৫-১৬ টাকা, বিটকপি ২০ টাকা, পেঁপে ১৫ টাকা, কাঁচা মরিচ ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। শুধু কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৫০-৬০ টাকার বেশি। নতুন দেশি জাতের পেঁয়াজ ৪৮ থেকে ৫০ এবং আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি। খুচরা বাজারে এসব সবজি কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে।

সুলতানপুর বড়বাজারের আড়তদার মিয়ারাজ হোসেন জানান, “শীতের কারণে কৃষকরা সকালে খেত থেকে সবজি তুলছে পারছে না। গত কয়েকদিন ধরে বাজারে সবজি কম আসছে। যে কারণে সব ধরনের সবজির দাম কিছুটা বেড়েছে। তাপমাত্রা বাড়লে বাজারে সবজির সরবরাহ দ্রুত বেড়ে যাবে, সেসময় দামও কমবে।”

বাজারে সবজি কিনতে আসা মুনজিতপুর এলাকার প্রবীর কুমার ঢালী বলেন, “মাত্র কয়েকদিনের ব্যবধানে বাজারে প্রতিটি সবজির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। শীতের অজুহাতে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা সবজির দাম বাড়াচ্ছেন। প্রকৃতপক্ষে কৃষকরা বাড়তি দাম পাচ্ছেন না। তিনি বাজার দর নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানান।

সুলতানপুর বড়বাজারের মেসার্স মোল্যা ভাণ্ডারের মালিক আব্দুল আজিজ মোল্যা জানান, “গত ৬ ডিসেম্বর থেকে সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) বন্ধ করে দিয়েছে। যে কারণে সরবরাহ কমায় দাম কেজিতে ৫ থেকে ৭ টাকা বেড়েছে।” তবে শীত কমলে দেশি নতুন পেঁয়াজের সরবরাহ বাড়লে দাম আবার কমে যাবে বলে জানান তিনি।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা বাজার পরিস্থিতি খতিয়ে দেখছি। সরবরাহ কমের অজুহাতে দাম বাড়ানোর প্রমাণ পেলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন