সাতক্ষীরার কালিগঞ্জে বিষ পান করে মনিরা খাতুন (৩২) নামে এ গৃহবধূ আত্মহত্যা করেছে। তিনি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের প্রবাসী আখতারুজ্জামান টিটুর স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহতের স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি বাড়িতে আসেন। পারিবারিক কলহের জের ধরে রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে মনিরা খাতুন বিষ পান করে আত্মহত্যা করেন।
এ বিষয়ে কালিগঞ্জ থানার এসআই মোঃ মহিবুল্লাহ বলেন, খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে সোমবার ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় সোমবার থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে
