বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

সুন্দরবনে বিপুল পরিমাণ হরিণ ধরার ফাঁদ জব্দ

শরণখোলা প্রতিনিধি

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের মৃগামারী বনাঞ্চলে মঙ্গলবার সকালে বিপুল পরিমাণ হরিণ ধরার মালা ফাঁদ জব্দ করেছেন বনরক্ষীরা।

জব্দকৃত ফাঁদ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাসের নির্দেশে চাঁদপাই ফরেস্ট স্টেশনের বনরক্ষীরা মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে মৃগামারী পাশে সুন্দরবনের মধ্যে তল্লাশি করে হরিণ ধরার জন্য শিকারীদের পেতে রাখা বিপুল পরিমাণ মালা ফাঁদ জব্দ করেন, যার পরিমাণ আনুমানিক এক হাজার ফুট।

পরবর্তীতে জব্দ করা ফাঁদ গুলো চাঁদপাই রেঞ্জ সদরে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, মঙ্গলবার সকালে সুন্দরবনের মৃগা মারী খালের পাশে সুন্দরবন থেকে উদ্ধার করা মালা ফাঁদ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এর ফলে অজ্ঞাতনামা শিকারীদের হরিণ শিকারের অপচেষ্টা নস্যাৎ করে দেওয়া হয়েছে। হরিণ শিকার প্রতিরোধে বনরক্ষীদের টহল কার্যক্রম আরো জোরদার করা হয়েছে বলে এসিএফ জানিয়েছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন