সাতক্ষীরার শ্যামনগরে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে সুন্দরবন-সংলগ্ন এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী ও মাদক চোরাচালান চক্রের মূলহোতা আরজ খান (৪০) ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে কালিগঞ্জ সেনা ক্যাম্প থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অভিযান চলাকালীন তাদের কাছ থেকে ১৩৫ পিস ইয়াবা, দুইটি মোটরসাইকেল ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার সুন্দরবন-সংলগ্ন সীমান্তবর্তী কৈখালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
খুলনা গেজেট/এএজে

