পশ্চিম সুন্দরবন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন সুন্দরবনের অভয়ারণ্য ঘোষিত এলাকায় অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে চার জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় দুটি নৌকা ও বিভিন্ন শিকার সরঞ্জাম জব্দ করা হয়। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাটি এলাকার বাটাং খাল থেকে তাদের আটক করা হয়।
আটক জেলেরা হলেন— শ্যামনগরের পার্শ্বেমারী গ্রামের মো. আব্দুল হামিদ গাজীর ছেলে আজিজুল গাজী (৫০), মো. আবুল কালাম (৪০), মো. আব্দুল হাদি গাজীর ছেলে মহসিন গাজী (৪২) ও সিরাজুল ইসলাম গাজী (৫৫)।
সাতক্ষীরা রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফজলুল হক জানান, জেলেরা অবৈধভাবে অভয়ারণ্যে প্রবেশ করে মাছ শিকার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। দুইটি নৌকাও জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, আটক জেলেদের বুধবার সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/এএজে

