সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর গ্রামের শরীফ সরদারের বাড়িতে পিঠা তৈরি করতে গিয়ে ভুলবশত কালোজিরা মনে করে দানাদার কীটনাশক মেশানো পিঠা খেয়ে একই পরিবারের চার জনসহ আট জন অসুস্থ হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
অসুস্থরা হলো- ওই গ্রামের সাইদ হোসেনের তিন মেয়ে মেহেজাবিন (১০), জান্নাতি (১৫), সামিয়া (৮), তার স্ত্রী আকলিমা (৩৫), অহিদুল ইসলামের মেয়ে অজিহা (১৮ মাস), স্ত্রী মিতা (৩৫), মো. শাহাবুদ্দিনের মেয়ে শামমীন (২৩), ইসমাইলপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে উম্মে হাবিবা (২১) এবং শমশের মোল্লার ছেলে আয়ুব খান। তাদেরকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. শাকির হোসেন বলেন, সকলের কীটনাশক ওয়াশ করা হয়েছে। বর্তমানে সবাই আশঙ্কা মুক্ত আছেন।

