এতিমখানার নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রোকনুজ্জামান বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। আজ বুধবার এসব অভিযোগের তদন্তে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে আসছে বিশেষ একটি টিম।
অভিযোগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে শাল্যে গ্রামে আবু জাফর সিদ্দিকীয়া এতিমখানার কার্যক্রম ২০০৮ সালের পর থেকেই সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। মোঃ রোকনুজ্জামান উপজেলা সমাজসেবা অফিসার হিসেবে ২০১১ সালের ১০ অক্টোবর যোগদান করার পর থেকে শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার সহকারী মৌলভি কবির হোসেন ও তার সহযোগীদের যোগসাজশে ভুয়া রেজুলেশনের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ করেন।
জেলা সমাজসেবা কর্মকর্তা সায়েদুর রহমান মৃধা জানান, যথা নিয়মে তদন্ত সম্পন্ন হবে।
খুলনা গেজেট/এনএম

