সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

কালিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, আটক ১

কালিগঞ্জ প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জে সেনাবাহিনীর মধ্যরাতের অভিযানে বন্দুক ও ২৭ রাউন্ড শটগানের গুলিসহ এস.এম. সাইফুল ওয়াদুদ (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছেন। রবিবার (১৬ নভেম্বর) রাত ১টার দিকে শ্যামনগর উপজেলার ছোট ভেটখালী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

আটক এস.এম. সাইফুল ওয়াদুদ শ্যামনগর উপজেলার যতীন্দ্রনগর গ্রামের মৃত আবু বকর সরদারের ছেলে।

অভিযানে সময় তার কাছে থেকে একটি সিঙ্গেল ব্যারেল বন্দুক ও ২৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর সদস্যরা জানান, সেনাদের উপস্থিতি টের পেয়ে সাইফুল পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলাবারুদ জব্দ করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সাইফুল ওয়াদুদ ২০১৭ সালেও হরিণগর বাজার এলাকা থেকে র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।

পরে সোমবার (১৭ নভেম্বর) বেলা দেড়টার দিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে অস্ত্র ও গুলিসহ শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন