শনিবার । ১৫ই নভেম্বর, ২০২৫ । ৩০শে কার্তিক, ১৪৩২

তালায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা তলায় পানিতে ডুবে আফিয়া খাতুন (৩) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকালে তালা উপজেলা হাজরাখাটি গ্রাম এ ঘটনা ঘটে।

আফিয়া খাতুন সাতক্ষীরার তালা উপজেলার খলিল ইউনিয়নের হাজারকাটি গ্রামের আরিজুল বিশ্বাসের মেয়ে।

স্থানীয় বাসিন্দা ইসরাফিল জানান, হাজরাকাটি গ্রামে বাড়ির পাশে পুকুর পাড়ে সকালে খেলা করছিল শিশু আফিয়া খাতুন। খেলার ফাঁকে পরিবারের সদস্যদের অগোচরে পুকুরে পড়ে যায় শিশু আফিয়া। পরে তাকে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পায় পরিবারের সদস্যরা।

এ সময় দ্রুততাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন