শনিবার । ১৫ই নভেম্বর, ২০২৫ । ৩০শে কার্তিক, ১৪৩২

কালীগঞ্জে ট্রাক চাপায় ভূমি অফিসের কর্মচারীর মৃত্যু

কালীগঞ্জ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় রফিক রেজা (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ–কোটচাঁদপুর সড়কের পাতবিলা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে নুরুজ্জামান নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

নিহত রফিক রেজা শৈলকুপা উপজেলার হাবিবপুর গ্রামের নবী নেওয়াজের ছেলে। আহত নুরুজ্জামান কালীগঞ্জ পৌরসভার ফয়লা মাস্টারপাড়া এলাকার সাবদার হোসেনের ছেলে। তারা দু’জনই মহেশপুর ভূমি অফিসে কর্মরত বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা মোটরসাইকেলে মহেশপুর থেকে কালীগঞ্জের দিকে ফিরছিলেন। পথিমধ্যে পাতবিলা বটতলা এলাকায় রাস্তার উপর রাখা বালির স্তূপের ওপর মোটরসাইকেলটি উঠলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। ঘটনাস্থলেই রফিক রেজা নিহত হন। গুরুতর আহত নুরুজ্জামানকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোরে রেফার করা হয়।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হোসেন জানান, দুর্ঘটনা ঘটানো ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন