সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের বকশিয়া চারা বটতলা এলাকা থেকে ভাড়ায়চালিত মোটরসাইকেলচালক ওয়াহিদুজ্জামান (৪৫)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ওয়াহিদুজ্জামান পাটকেলঘাটা থানার হাজরাপাড়া গ্রামের মৃত আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদের বড় ছেলে।
তিনি গত ৫ নভেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। পরে জানা যায়, তিনি পাটকেলঘাটা ওভারব্রিজ এলাকা থেকে দুই যাত্রীকে নিয়ে যশোরের কেশবপুর হাসপাতালে যান। বৃহস্পতিবার ভোরে যাত্রীদের কেশবপুরের বারাত গ্রামে পৌঁছে দিয়ে ফেরার পথে কুমিরা বালিগাদা বটতলা এলাকায় তার মৃত্যু হয়।
স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেল, কাগজপত্র ও মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। পাটকেলঘাটা থানার ওসি মো. শাহিনুর রহমান জানান, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। পোস্টমর্টেম শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
খুলনা গেজেট/এএজে

