সাতক্ষীরায় পচা খাসির মাংস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা শহরের লাবণী মোড় থেকে এ মাংস জব্দ করা হয়।
অভিযুক্ত মাংস ব্যবসায়ীর নাম মো. আব্দুল কাদের। তিনি সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে। সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার কবির মিট নামে তার একটি মাংসের দোকান রয়েছে।
পুলিশ জানায়, আব্দুল কাদেরে নামের এক ব্যক্তি খাবার অনুপযোগী ৩০ কেজি ছাগলের মাংস বিক্রির জন্য সাতক্ষীরা শহরে নিয়ে আসলে সকাল সাড়ে ৮টার দিকে লাবনী মোড় এলাকা থেকে স্থানীয় মাংস ব্যবসায়ীরা তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাংস ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকার সাতক্ষীরার সরকারি পরিচালক মেহেদী হাসান, নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা দীপঙ্কর দত্ত, জেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেনারি সার্জন ডা. বিপ্লব জিৎ মন্ডল, কাটিয়া পুলিশ ফাঁড়ির এসআই শেখ বোরহান প্রমুখ।
প্রাণিসম্পদ অফিসের ভেটেনারি সার্জন ডা. বিপ্লব জিৎ মন্ডল জানান, জব্দকৃত মাংস পরীক্ষা করার পর ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম মেয়াদ উত্তীর্ণ, মাংসের রং নষ্ট ও ছড়ানো মাংস সরবরাহের জন্য ৬৭০/২০২৫ নং মামলার ৪৫ ধারায় দেবহাটা উপজেলার বহেরা গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে মো. আব্দুল কাদেরকে ৩০ হাজার টাকা জরিমানা এবং ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে জব্দকৃত মাংস উপস্থিত সকলের সামনে বিনষ্ট করা হয়।
খুলনা গেজেট/এএজে
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
