মঙ্গলবার । ৪ঠা নভেম্বর, ২০২৫ । ১৯শে কার্তিক, ১৪৩২

শ্যামনগরে যুবকের আত্মহত্যা

শ্যামনগর প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামে আব্দুল জলিল (২৬) নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। শুক্রবার (৩১ অক্টোবর) আনুমানিক রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

তিনি একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে জলিলের ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় জলিলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্যা হুমায়ুন কবির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন