রাজশাহী জেলার একটি চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শংকরকাটি এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হত্যা মামলার পলাতক আসামির নাম মোঃ রফিক শেখ (৪৮)। তিনি রাজশাহী জেলার চরঘাট থানার বালাদিয়াড় গ্রামের মোঃ রহমতুল্লাহ শেখ এর ছেলে।
র্যাব সূত্র জানায়, রাজশাহী জেলার একটি চাঞ্চল্যকর হত্যা মামলার একজন আসামি সাতক্ষীরায় আত্মগোপনে আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ও র্যাব-৫, সদর কোম্পানি, রাজশাহী এর যৌথ আভিযানিক দল মঙ্গলবার রাতে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন শংকরকাটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত ২নং আসামি মোঃ রফিক শেখকে গ্রেপ্তার করে।
সূত্র আরও জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় ২০২৫ সালের ২১ অক্টোবর বিরোধীয় জমিজমার ভাগ-বণ্টনকে কেন্দ্র করে গ্রেপ্তারকৃত আসামিসহ অন্যান্য আসামীরা রাজশাহী জেলার চরঘাট থানার বালাদিয়াড় গ্রামের জনৈক মোস্তফা শেখকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। পরবর্তীতে পরিবারের লোকজন ভিকটিম মোস্তফা শেখকে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। উক্ত ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে চারঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেন।
খুলনা গেজেট/এনএম
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
