সাতক্ষীরার শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে শ্যামনগর উপজেলাধীন শ্যামনগর -মুন্সিগঞ্জ সড়কের মুনসুর সরদারের গ্যারেজের কাছে এই ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম নিশান হোসেন (৩)। সে শ্যামনগর উপজেলার মনসুর সরদারের গ্যারেজ এলাকার আব্দুর রহিমের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকালে শিশু নিশান বাড়ির মধ্যে খেলার একপর্যায়ে দৌড়ে রাস্তায় ওঠে। এসময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত শিশু নিশানকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সামেক হাসপাতালে নেয়ার পথে উপজেলার খানপুর এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শাকির হোসেন জানান, মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে শিশুটি মাথার হাড় ভেঙে ঘিলু বেরিয়ে গেছে। এখানে উন্নত চিকিৎসা না থাকায় নিশানকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
