সাতক্ষীরার শ্যামনগরের ভুরুলিয়া ইউনিয়নে আল-আমীন নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় কাশিমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আল-আমীন আইয়ুব আলীর ছেলে। তার স্ত্রী ও ২ বছরের একটা কন্যা সন্তান আছে।
ভুরুলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহবুবুর রহমান মাফু বিষয়টি নিশ্চিত করে বলেন, সে অনলাইন গেমে আসক্ত ছিলো।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্যা হুমায়ুন কবির বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারন অনুসন্ধান অব্যহত থাকবে।
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
