সাতক্ষীরায় ইজিবাইক দুর্ঘটনার শিকার হয়ে মো. একরামুল হোসেন (৩২) নামে মসজিদের একজন ইমাম নিহত হয়েছেন। সাতক্ষীরার শহরের বেসরকারি হাসপাতাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে তিনি মারা যান। এর আগে, শনিবার বেলা ১টার দিকে ভাড়ুখালি থেকে সাতক্ষীরা যাওয়ার পথে আলিপুর ঢালীপাড়ার শফির বাঁশতলা এলাকায় তিনি ইজিবাইকে দুর্ঘটনার শিকার হন।
নিহত ইমাম মো. একরামুল হোসেন সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালি গ্রামের মো. আব্দুল বারীর ছেলে। তিনি ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক কুরআন শিক্ষকের পাশাপাশি ভাঁড়ুখালি মসজিদের ইমাম ছিলেন।
আলীপুর গ্রামের শরিফ সরদার জানান, ভাড়ুখালি মসজিদের ইমাম মো. একরামুল হোসেন শনিবার বেলা ১টার দিকে একটি ইজিবাইকে ভাঁড়খালি গ্রামের বাড়ি থেকে সাতক্ষীরা যাওয়ার পথে আলিপুর ঢালীপাড়ার শফির বাঁশতলা এলাকায় দুর্ঘটনার শিকার হন। ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গেলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরার শহরের বেসরকারি হাসপাতাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর ৫টার দিকে তিনি মারা যান।
সাতক্ষীরার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেন।
খুলনা গেজেট/এএজে
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
