সাতক্ষীরার কলারোয়ায় ইজিবাইকের সাথে দ্রুতগতির এটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘষে এক যুবক নিহত ও অপার একজন আহত হয়েছে। রোববার (৫ অক্টোবর) বিকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সিংহলাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম বিল্লাল হোসেন (২৩)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার বয়ারডাঙ্গা গ্রামের মৃত কামরুল ইসলামের ছেলে।
আহত অপর যুবকের নাম আবু রাশেদ(২৪)। তিনি যশোরের শার্শা উপজেলার কায়বা এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, গয়ড়া বাজারের সেলুনের দোকানের কর্মচারী বিল্লাল হোসেন ও রাশেদ একটি মোটরসাইকেলে গয়ড়া বাজার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিকাল পাঁচটার দিকে কলারোয়া উপজেলার সিংহলাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তাদের দ্রুতগতির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় বিল্লাল হোসেন। এ ঘটনায় আহত হয় আবুর রাশেদ। তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
