সোমবার । ১লা ডিসেম্বর, ২০২৫ । ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২

কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল মামুন গাজী নামে এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আল মামুন গাজী উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বাকশা তাঁতীপাড়া গ্রামের জাহার আলী গাজীর ছেলে।  তিনি কেঁড়াগাছি ইউনিয়ন যুব জামায়াতের আমীর ও পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন।

জানা গেছে, আল মামুন একই ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামের মাওলানা আব্দুল খালেকের বাড়িতে একটি লোহার গেট বসানোর কাজ করছিলেন। বেলা ১২টার দিকে হঠাৎ তার ব্যবহৃত ড্রিল মেশিনটি বিদ্যুতায়িত হয়ে যায়। এমতাবস্থায় গেটের ভারি লোহার একটি অংশ তার উপর পড়লে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

কেঁড়াগাছি ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ফিরোজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন