দেবহাটার নোয়াপাড়া হাদিপুর ক্লাব মোড়ে মোহাম্মদ রমজান হোসেনের দোকানে অনুমোদন বিহীন সার মজুত রাখায় ২ লাখ টাকা জরিমানা করেছে দেবহাটা উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় নব নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় তার সাথে ছিলেন দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমানসহ পুলিশের একটি চৌকস টিম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা বলেন, জনস্বার্থে তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
খুলনা গেজেট/এমআর